একসাথে ২৫ টি স্কুলে ওয়াটার পিউরিফায়ার দিলেন ওয়ার্ড কাউন্সিলর শ্রাবণী দত্ত
শিলিগুড়ি : একসাথে ২৫ টি স্কুলে ওয়াটার পিউরিফায়ার দিলেন শ্রাবণী দত্ত। দায়িত্ব নেওয়ার পর কোনদিন বসে থাকেননি তিনি , আর এই দায়িত্ব এমন এক দায়িত্ব , যেখানে সন্তানসম ছেলে মেয়েদের কথা ভাবতে হয়। হ্যাঁ চ্যালেঞ্জটা ভালোভাবেই নিয়েছেন শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের এই কাউন্সিলর। বাচ্চাদের খাবারের চেহারাই বদলিয়ে দিয়েছেন তিনি। বাচ্চাদের জল খেয়ে যাতে কোন সমস্যা না হয় তার জন্য ২৫ টি স্কুলে ওয়াটার পিউরিফায়ারও বসিয়েছেন তিনি।

তিনি জানান আমি চিন্তা করছিলাম বাচ্চাদের খাবার খেয়ে যাতে জল নিয়ে কোন সমস্যা না হয়। আরো কাজ বাকি আছে, সব আমি করব। আমি এম এম আই সি তে এমন একটা দায়িত্ব পেয়েছি, যেখানে কাজ করলেই মন ভালো হয়ে যায়। ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ তৈরি করতে স্কুলে আসছে, দুপুরের মিড ডে মিলের খাবার খাচ্ছে, আর সেই দায়িত্ব আমার কাঁধে সেটা ভাবলেই আমি গর্ব বোধ হয়। আমি জানি জল একটা বিশাল ব্যাপার, তাই আমি চিন্তা করেছিলাম যদি প্রতিটি স্কুলে একটা করে ওয়াটার পিউরিফায়ার বসানো যায় তবে তো বাচ্চাগুলো ভালো থাকবে। যেই ভাবা সেই কাজ। গর্বিত শ্রাবণী দেবী আরো জানান ওরা আমার সন্তানের মত ওদের মুখে হাসি থাকলে আমি ভাবি আমি জিতে গেছি। আর এটাই আমার কাছে সবচাইতে বড় পাওনা। তিনি এও বলেন আমি ওদের জন্য আরো অনেক কিছু করব, তবে তার জন্য একটু সময় লাগবে।