একের পর এক সমস্যা নিয়ে জর্জরিত শিলিগুড়ি পুরসভা, কি করবেন মেয়র?

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সমস্যা কোনটা নিয়ে নেই? পানীয় জল, জল জমা, জঞ্জাল, যানযট এবং হকার। মেয়র কোনটা ছেড়ে কোনটা ধরবেন? মুখ্যমন্ত্রীর কোপে অন্যান্য শহরের মতন শিলিগুড়ি পুরসভাও, কিভাবে সামলাবেন বুঝতে পারছেন না তিনিও, শুধু জানিয়েছেন মুখ্যমন্ত্রী যা বলবেন যেভাবে আদেশ করবেন আমরা সেটাই মেনে নেব। কিন্তুু সত্যি সত্যি কি এগিয়ে যাচ্ছে শিলিগুড়ি? শিলিগুড়ির কাউন্সিলারেরা? যাদের জনপ্রতিনিধি বলা হয়? তাদের এত কিছুর পরেও কোন পরিবর্তন লক্ষ করা যাচ্ছে? অনেক কাউন্সিলারের সাথে মানুষের কোন যোগাযোগ এই নেই শুধুমাত্র নাম বলেই চলছে।পরিষেবা তো দুরের কথা কিছুই করতে পারেন না, সেখানে মেয়র অথবা জেলা সভাপতি কি করবেন? নিজের ওয়ার্ডকে তো কাউন্সিলারদের দেখতে হয়? সেখানে বেশীরভাগ কাউন্সিলার শুন্য পাবেন। এত সমস্যা কোনটা ছেড়ে কোনটা ধরবেন।

এদিকে মুখ্যমন্ত্রীর ধমকের পরে কিছু কাজ হবে কি? সবচাইতে বড় কথা শিলিগুড়ির কাউন্সিলারদের সাথে কলকাতার কাউন্সিলারের তফাৎ আকাশ পাতাল, কলকাতার কাউন্সিলারদের সাথে বিতর্ক যতই থাকুক নিজেরা ওয়ার্ডের কাজ ঠিকই দেখেন, মানুষের কাছে থাকতে চেষ্টা করেন সেখানে গিয়ে সমস্যা মেটান, একটা ইচ্ছে কাজ করে, আর এখানে কাউন্সিলারদের অবস্থা পড়ে পাওয়া টাকার মতন, করব কিন্তুু কবে সেটা কেউ জানি না। এত সমস্যা নিয়ে মেয়র ঘনঘন বৈঠক করছেন, কিন্তুু সমস্যা যে তিমিরে ছিল সেখানেই থেকে যাচ্ছে, তবে কি ব্যার্থ শিলিগুড়ি পুরসভা মানুষের বিশ্বাস তৈরী করতে? তা সময় বলে দেবে। সামনেই বিধানসভা ভোট, পরীক্ষা বাড়ছে শিলিগুড়ির, এবারে জেতাতে না পারলে একেবারে তলিয়ে যাবে শিলিগুড়ি পুরসভা, বাকিটা সময় এর অপেক্ষা । দেখা যাক কি হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *