এক আজব কুসংস্কার ওড়িশায়, একমাস বয়সী শিশুর গায়ে ৪০ বার গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়া হল রোগ নির্মূল করতে !

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিজ্ঞান এগোচ্ছে। কিন্তু, মানুষ কি আদৌ কুসংস্কারমুক্ত হচ্ছে? ওড়িশার নবরংপুর জেলার এক ঘটনা আবারও সেই প্রশ্ন তুলে দিল। রোগমুক্ত রাখতে এই জেলায় এক মাস বয়সী এক শিশুকে প্রায় ৪০ বার গরম লোহার রড দিয়ে ছ্যাঁকা দেওয়া হয়। সেই বীভৎস যন্ত্রণা আর সহ্য করতে পারেনি শিশুটি। ফলে সে অসুস্থ হয়ে পড়ে। শেষমেষ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে, বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল।

অসুস্থ শিশুটির বাড়ি নবরংপুর জেলার চাঁদহান্ডি ব্লকের গম্ভারিগুড়া পঞ্চায়েতের অন্তর্গত ফুন্ডেলপাড়া গ্রামে। কুসংস্কারের ভয়ঙ্কর এই ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়। নবরংপুরের মুখ্য জেলা চিকিৎসা আধিকারিক (সিডিএমও) ডা. সন্তোষ কুমার পাণ্ডা হাসপাতালে গিয়েছিলেন। তিনি জানিয়েছেন, শিশুটির স্বাস্থ্যের অবস্থা এখন স্থিতিশীল। ডা. সন্তোষ কুমার পাণ্ডা বলেন, “শিশুটির পেটে এবং মাথায় প্রায় ৩০ থেকে ৪০টি দাগ রয়েছে। ওই অঞ্চলের স্থানীয়দের বিশ্বাস যে যদি কোনও শিশুকে গরম ধাতু দিয়ে দাগ দেওয়া হয়, তবে শিশুটির সব রোগ সেরে যাবে।” গরম লোহার রডের ছ্যাঁকা দেওয়ায় গুরুতর অসুস্থ শিশুটিকে উমেরকোট হাসপাতালে ভর্তি করা হয়। সিডিএমও বলেন, প্রত্যন্ত অঞ্চলে দীর্ঘদিন ধরে এই ধরনের অভ্যাস চলে আসছে। তিনি আরও বলেন যে, স্বাস্থ্য বিভাগ চাঁদহান্ডি ব্লকে কুসংস্কার দূর করতে উদ্যোগী হয়েছে। শিশুদের গরম ধাতু দিয়ে দাগ দেওয়ার পরিবর্তে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জনগণের মধ্যে সচেতনতা তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *