এক চরম সংকটে নেপাল, এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে ইন্দো-নেপাল সীমান্ত পরিদর্শনে এলেন মন্ত্রী উদয়ন গুহ
শিলিগুড়ি : প্রতিবেশী রাষ্ট্র নেপালে অগ্নিগর্ভ পরিস্থিতির প্রেক্ষিতে এদিন মুখ্যমন্ত্রীর নির্দেশে ইন্দো-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি এলাকা পরিদর্শন করা হয়। এদিনের পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী উদয়ন গুহ ও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি শ্রী অরুণ ঘোষ মহাশয় । এছাড়াও এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।এদিকে সরকারি সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। প্রশাসনের তরফে স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়েছে। এই উদ্যোগে স্পষ্ট, সীমান্তবর্তী এলাকায় অশান্ত পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার সম্পূর্ণ সজাগ ও সক্রিয় ভূমিকা নিচ্ছে।
