এক ছাত্রীর পরিক্ষা বাতিল হল ইষ্কুলে মোবাইল ফোন নিয়ে আসার কারণে
শিলিগুড়ি : গতকাল ছিল উচ্চমাধ্যমিকের দর্শন বিভাগের পরিক্ষা। শিলিগুড়ির মার্গারেট হাই ইষ্কুলে পড়েছিল শ্রীগুরু বিদ্যামন্দিরের পরিক্ষার সিট । এদিন পরিক্ষা দেবার সময় হাতে নাতে মোবাইল নিয়ে ধরা পড়ে যায় এক ছাত্রী। ওই ইষ্কুলের শিক্ষক জানিয়েছেন ওই ছাত্রিটি জানিয়েছে ভুলবশত তার অভিভাবকেরা তার কাছে মোবাইল রেখে চলে গেছে। অবশ্য পর্ষদের তরফ থেকে ছাত্রীর এই অজুহাত মানা হয় নি। তারা ওই ছাত্রীর পরিক্ষা বাতিল বলে ঘোষনা করে।
জানা গেছে ওই ছাত্রী ফোন করে তার অভিভাবক দের ডেকে আনে। তবে ইষ্কুল কতৃপক্ষ আর কোন কিছুই মানতে চান নি। প্রধান শিক্ষক কল্যান কুমার দাস জানিয়েছেন ঘটনাটা একেবারেই সুখের নয়। আমাদের তরফ থেকে বারবার বলা হলেও যদি এই ধরনের ঘটনা ঘটে তবে আমাদের কিছুই বলবার নেই। আমরা যদি ছেড়ে দিতাম তবে অন্যান্য ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক দের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া তৈরী হত। এদিকে এই ঘটনার পরে গোটা ইষ্কুলে ব্যাপক চাঞ্চল্য দেখা যায়। পরে অবশ্য শিক্ষকেরা সবাইকে শান্ত হতে বলেন যাতে বাকিদের পরিক্ষা খারাপ না হয়।