এক জওয়ান সম্পূর্ণ ঝলসে গেলেন হাই-টেনশন বিদ্যুতের তারে, NJP স্টেশনে ঘটে গেলো ভয়ঙ্কর দুর্ঘটনা
বেস্ট কলকাতা নিউজ : নিউ জলপাইগুড়ি স্টেশনে তড়িতাহত হলেন সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেনে থাকা বেশ কয়েকজন সেনা জওয়ান। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে গতকাল বৃহস্পতিবার সকালের দিকে। ওই ট্রেনটি এসে দাঁড়ায় স্টেশনেরই ৫ নম্বর প্ল্যাটফর্মে। আর তারপর ট্রেনে থাকা জলের ট্যাঙ্কে জল কতটা রয়েছে এক সেনা জওয়ান তা পরীক্ষা করতে ওঠেন। অসাবধানতাবশত ওই জওয়ান হঠাৎই মাথার উপর দিয়ে চলে যাওয়া হাই টেনশন তারের সংস্পর্শে চলে আসেন। তিনি যার কারণে রীতিমতো ঝলসে যান। এমনকি গুরুতর আহত হয় তাঁর সংস্পর্শে থাকা বাকি ৩-৪ জন জওয়ানও।
সূত্রের খবর অনুযায়ী, ত্রিপুরার দিকে যাচ্ছিল সেনাবাহিনীর একটি বিশেষ ট্রেন। তবে যাত্রাপথের মাঝে এটি দাঁড়ায় নিউ জলপাইগুড়ি স্টেশনে। সকল তখন ৯.৪০ মিনিট। সেই সময় একজন জওয়ান ট্যাঙ্কের ওপরে ওঠেন সেনাদের ট্রেনে থাকা জলের ট্যাঙ্কে জল কতটা রয়েছে তা দেখার জন্য। নিচ থেকে তাকে সহযোগিতা করছিলেন আরও তিন চার জন জওয়ান। অবশেষে ওভারহেড তারের সংস্পর্শে চলে আসেন ট্যাঙ্কের ওপরে থাকা জওয়ান। আর তারপর বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁরা। গুরুতর জখম অবস্থায় রেলের হাসপাতালে জওয়ানদেরকে ভর্তি করা হয় ।