এক নজরে আজকের খবর
১।নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে কমবে বৃষ্টি।
২।স্বেচ্ছামৃত্যুর আবেদন করতে সি বি এই কোর্টে চিঠি লিখলেন রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডু।
৩।উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোক নগরে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২ জনের।
৪।নতুন করে বাংলায় ফের সক্রিয় হচ্ছে জেএমবি, ধৃত জঙ্গিদের থেকে তথ্য পেয়ে দাবি
এস টি এফের গোয়েন্দাদের।
৪।স্ত্রীর সঙ্গে ‘বিবাহ বহির্ভূত সম্পর্ক’, হুগলির পরশুরায় খুড়তুতো ভাইকে ‘কুপিয়ে খুন’ করলো দাদা, খুনের কথা স্বীকার করলো অভিযুক্ত।
৫।কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে কৃষি বিপনন মন্ত্রী তপন দাশগুপ্ত, প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখালেন বিজেপি।
৬।মাদক বিরোধী অভিযানে ‘মত্ত’ অবস্থায় অংশ নেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হলো সোনারপুর থানার আইসিকে।
৭।রাতভর সংঘর্ষে উত্তপ্ত হলো দিনহাটা, ভাঙচুর চললো বিজেপির দলীয় কার্যালয়ে , আক্রান্ত হলো পুলিশ।
৮।ভাটপাড়ায় তৃণমূল কে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনাতে চান অর্জুন সিং।
৯।চিকিৎসক নিগ্রহের পর পুলিশের আউটপোস্ট বসানোর ব্যবস্থা করলো মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল।
১০।প্রকাশ্যে পিস্তল নিয়ে ঘুরছে যুবক, বালুরঘাটে স্থানীয়দের চেষ্টায় গ্রেফতার হলো অভিযুক্ত।