এক নজরে আজকের খবর
১।ন্যায্য লভ্যাংশ, পুলিশি অত্যাচার বন্ধ-সহ একাধিক দাবিতে আজ থেকে ৪৮ ঘণ্টা ধর্মঘট এর ডাক দিলো অ্যাপ ক্যাব চালকদের সংগঠন।
২।চিটফান্ড তদন্তে ফের সক্রিয় হলো সিবিআই, নিউল্যান্ড আগ্রো লিমিটেডের ১৬টি জায়গায় চলছে ব্যাপক তল্লাশি, উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি।
৩।নারায়ণগড়ে তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠলো বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
৪।ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে শুরু হলো রাজনৈতিক দোষারোপ-পাল্টা দোষারোপ এর পালা। কোনো রাজনীতির যোগ নেই অনুমান পুলিশের।
৫।বাড়িতে দূত পাঠিয়ে শোভনের বিজেপিতে যাওয়া আটকাতে বিষেশ ভাবে তৎপর হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।
৬।৪৮ ঘণ্টা ওলা ও উবের বন্ধের সময় রাস্তায় নামানো হবে অতিরিক্ত সরকারি বাস, জানালো পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তর।
৭।কাটমানি ফেরতের দাবতে জলপাইগুড়িতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করলো বিজেপি, অবস্থা বেগতিক বুঝে চম্পট দিলো তৃণমূল নেতা।
৮।খোদ কলকাতায় শ্লীলতাহানির অভিযোগ উঠলো চলন্ত বাসে, পুলিশের তৎপরতায়
এনআরএস হাসপাতালের সামনে একটি বেসরকারি বাস থেকে হাতেনাতে পাকড়াও হলো ১ যুবক।
৯।মানুষ নয়, এ বার গাছের প্রাণ প্রতিস্থাপন করল কলকাতা মেডিক্যাল কলেজ।
১০.ফের ভাঙন রাজ্যের শাসক দলের ! দাপুটে মনীশ শুক্ল-সহ টিটাগড়ের চার তৃণমূল কাউন্সিলর যোগ দিলেন বিজেপি-তে