এক নজরে আজকের খবর
১।জঙ্গি ও সন্ত্রাস দমনের জন্য কলকাতা পুলিশ এর অনুকরণে স্পেশাল টাস্ক ফোর্স পেল রাজ্য পুলিশ।
২।বিজন সেতুর স্বাস্থ্য পরীক্ষা পিছিয়ে গেল পুলিশের অনুরোধেই।
৩।অবশেষে জটিলতা কাটলো কোচবিহারের বিমান বন্দর নিয়ে , উড়লো ছোট বিমান।
৪।পুজোর মুখে কর্মহীন হয়ে পড়লো হাওড়ার আলমপুরে ক্রিস্টাল কেবল কারখানার প্রায় চারশো শ্রমিক।
৪।বারুইপুরে দিদিকে বলোর প্রচারে গিয়ে বিড়়ম্বনায় পড়লেন বিমান বন্দ্যোপাধ্যায়।
৫।বিদেশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, বিধাননগরে গ্রেফতার হল এক নাইজিরিয় মহিলা।
৬।বউবাজার বিপর্যয়ে তৈরি হয়েছে ৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি, ক্ষয়ক্ষতি দেখতে আজ ঘটনাস্থল পরিদর্শন করতে চলেছে বিশেষজ্ঞ কমিটি।
৭।বৈধ কাগজ ছাড়াই ১ কোটি টাকা সহ বড়বাজারে ধরা পড়ল ১ ব্যক্তি, ‘হাওয়ালার টাকা’ অনুমান পুলিশের।
৮। খারাপ মানের খাবার পরিবেশনের অভিযোগ উঠলো হাওড়া-নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসের বিরুদ্ধে।
৯।নিখোঁজ শিলিগুড়ির এমবিএ ছাত্র, খুন এর অভিযোগ আনা হল পরিবারের পক্ষ থেকে।
১০।মধ্যমগ্রামে তৃণমূলের পার্টি অফিসে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার করা হল ৫