এক নজিরবিহীন ঘটনা হাইকোর্টে! প্রশ্ন বিচারপতির অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে, দায়ের জনস্বার্থ মামলা
বেস্ট কলকাতা নিউজ : কেন তাঁর এজলাসেি পুলিশি নিষ্ক্রিয়তা কিংবা অতি সক্রিয়তার মামলার শুনানি হবে? এই প্রশ্ন তুলে নজিরবিহীনভাবে বিচারপতি অমৃতা সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হল জনস্বার্থ মামলা। কোনও বিচারপতির রায় পছন্দ না হলে তাঁর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা, এমনকি তাঁর এজলাসের সামনে ধর্না, এজলাস বয়কট, এমনকি তাঁর এজলাস থেকে মামলা সরিয়ে দেওয়ার জন্য প্রধান বিচারপতির কাছে আবেদন সবই অতীতে হয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু এবার প্রায় নজিরবিহীনভাবে বিচারপতির এজলাসে দেওয়া মামলার বিচার শুরুর আগেই তাঁর বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ তুলে জনস্বার্থ মামলা হলো হাইকোর্টে।
এর আগে বিচারপতি অমৃতা সিনহা পুরসভা ও পঞ্চায়েতের একাধিক মামলা শুনেছেন। নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক তাৎপর্যপূর্ণ রায় দিয়েছেন তিনি। এমনকি তদন্তের গতি প্রকৃতি নিয়ে বিচারপতি অমৃতা সিনহার ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদেরও। এর হাইকোর্টের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে পুলিশি নিষ্ক্রিয়তা ও অতি সক্রিয়তার মামলাগুলো তুলে দেওয়া হয়েছে। আর তাতেই বিচারপতি সিনহার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দায়ের হল জনস্বার্থ মামলা।