এক পাল হাতি হেলতে দুলতে হাজির আলুর ক্ষেতে, জোর দফারফা কৃষকের ফসলের
বেস্ট কলকাতা নিউজ : রাতের অন্ধকারে আবারও ফসলের ক্ষেতে তাণ্ডব চালাল হাতির পাল। চাষের জমিতে নেমে বিঘার পর বিঘার ফসল নষ্ট হাতির দলের। সোমবার সন্ধ্যায় এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় চন্দ্রকোনায়। একাধিক জায়গায় আলুর জমির উপর দিয়ে হাতির যাতায়াতে নষ্ট হয়েছে ফসল। চন্দ্রকোনার ধামকুড়িয়া জঙ্গল থেকে একটি হাতির দল রাজ্যসড়ক পার করে চন্দ্রকোনা শহর সংলগ্ন চন্দ্রকোনা-২ ব্লকে ঢোকে। এরপর কুঁয়াপুর গ্রামপঞ্চায়েতের ধরমপুর, বসন্তপুর হয়ে চন্দ্রকোনা-বসন্তপুর সড়ক পার করে ভেলাইবনিতে এসে হাজির হয়।
রাধাবল্লভপুর এলাকায় মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় হাতির পালের নজরে আসে আলুর ক্ষেত। আর সেখানেই শুরু হয় হাতির প্রবল তাণ্ডব। বন দফতরের হুলাপার্টি হাতির পালের সঙ্গে থাকলেও মানুষের তাড়া খেয়ে হাতির পাল একেবারে চন্দ্রকোনা শহর লাগোয়া লোকালয়ের কাছাকাছি চলে আসে। তাতে ভয়ে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ।উল্লেখ্য এর আগে গত রবিবার রাতেই চন্দ্রকোনার ধামকুড়িয়া, অযোধ্যা-সহ একাধিক এলাকায় রাতের অন্ধকারে হাতির দল আলু জমিতে দাপিয়ে কয়েক বিঘার ফসল নষ্ট করেছে। ২৪ ঘণ্টার মধ্যে আবারও চললো সেই ভয়াবহ তাণ্ডব।