এক ভয়াবহ আগুন বেলেঘাটায় , বৃদ্ধা ও পোষ্য কুকুরের ঝলসে মৃত্যু হল বন্ধ ফ্ল্যাটের ভিতর
বেস্ট কলকাতা নিউজ : ঘরে সঙ্গী বলতে ছিল একটা পোষ্য কুকুর। গোটা বাড়িতে থাকত না কেউ। সেই পোষ্যর সঙ্গে দিব্যি কেটে যাচ্ছিল বছর বাহাত্তরের বৃদ্ধা। কিন্তু ঘটে গেলো মহা বিপদ। অসাবধানবসত মোমবাতির আগুনে জ্বলে গেল গোটা ঘর। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু বৃদ্ধা ও তাঁর পোষ্যের।অত্যন্ত মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেলেঘাটার ৩৪ নম্বর ওয়ার্ডে আলো-ছায়া সিনেমা হলের কাছে। জানা গেছে , সন্ধে সাড়ে ছ’টা নাগাদ আগুন লাগে বাড়িতে। রাত ন’টা নাগাদ দমকল আসে। দুটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ করে। কিন্তু ততক্ষণে যা অনর্থ হওয়ার হয়ে গিয়েছে। আগুনে ঝলসে মৃত্যু হয় বৃদ্ধা অমৃতা দাস ও তাঁর কুকুরের।
এলাকাবাসী সূত্রে খবর, অমৃতা দাস প্যারালাইসিস ছিলেন। ইলেকট্রিক বিল জমা দিতে না পারায় লাইন কেটে দেওয়া হয়েছিল। সেই জন্যই বাড়ির ফ্রিজের উপর মোমবাতি জ্বালিয়ে রেখেছিলেন। সেই মোমবাতি থেকেই ফ্রিজে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । এলাকার প্রতিবেশীরা বলেন, “আগুন চারতলায় লেগেছিল। যে সময় ঘটনা ঘটেছিল তখন বাড়িতে কেউ ছিলেন না। দমকল ঠিক সময়ই এসেছিল তবে বাঁচানো যায়নি।”