এখনই করোনা টিকা নয় স্তন্যদাত্রী ও সন্তানসম্ভবাদের! কাদের, কীভাবে দেওয়া হবে? জানুন একনজরে
বেস্ট কলকাতা নিউজ : স্বাস্থ্য, বয়স নির্বিশেষে সবাইকে এখনই করোনা টিকা করণ নয়। বাছাই করেই দেওয়া হবে করোনা টিকা। যেমন সন্তানসম্ভবা এবং স্তন্যদাত্রী মহিলারা থাকবেন কাল, ১৬ জানুয়ারি শুরু হতে চলা করোনা টিকাকরণের আওতার সম্পূর্ণ বাইরে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক টিকাদানের নতুন প্রোটোকল পাঠিয়েছে সব রাজ্যকে। তাতে আরও বলা হয়েছে, সন্তানসম্ভবা ও স্তন্যদাত্রীদের পাশাপাশি গুরুতর অসুস্থরাও টিকার বাইরে থাকবেন। যাঁদের করোনা চিকিত্সায় প্লাজমা থেরাপি অথবা মনোক্লোনাল অ্যান্টিবডি দেওয়া হয়েছে, তাঁদের সুস্থ হওয়ার পর টিকার জন্য অপেক্ষা করতে হবে ৪ থেকে ৮ সপ্তাহ।
টিকা দেওয়া যাবে না এমনকি উপসর্গযুক্ত সক্রিয় করোনারোগীদেরও। সতর্কতা গ্রহণ করতে হবে যাঁদের বিভিন্ন ওষুধে অ্যালার্জি আছে তাঁদের ক্ষেত্রেও। আপাতত টিকা পাবে না ১৮ বছরের কম বয়সীরাও।যাঁরা অন্য কোনও প্রতিষেধক গ্রহণ করেছেন তাঁরা করোনার টিকা নিতে পারবেন না ১৪ দিনের মধ্যে। যাঁরা অন্য কোনও অসুখে হাসপাতালে ভরতি হয়েছেন, তাঁদের ক্ষেত্রেও সুস্থ হওয়ার পর ৪ থেকে ৮ সপ্তাহ অপেক্ষা করতে হবে টিকাদানের জন্য।