এখনও অনিশ্চিত পুরনির্বাচনের ভবিষৎ , কি বলছে হাইকোর্ট! নজর সেদিকেই
বেস্ট কলকাতা নিউজ : আগামী ২২ জানুয়ারি রাজ্যের চারটি পুরনিগমের নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু এই মুহূর্তে করোনা সংক্রমণের ভয়ংকর ঝড় চলছে এ রাজ্যে। প্রসঙ্গত, দেশের মধ্যে মহারাষ্ট্রের পর করোনার সংক্রমণের নিরিখে বাংলার স্থান হয়েছে। এই অবস্থায় নাগরিক সমাজের একাংশ এবং বিরোধীরা সরব হয়েছে এমনকি পুরভোট পিছিয়ে দেওয়ার দাবিতে। ইতিমধ্যেই হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে পুরভোট পিছিয়ে দেওয়া নিয়েও।
অন্যদিকে হাইকোর্টের তরফ থেকে ইতিমধ্যেই শুনানির পর বলা হয়েছে, নির্বাচন কমিশন এই বিষয় সিদ্ধান্ত নেবে । অন্যদিকে কমিশনের তরফ থেকে এও বলা হয়েছে, সিদ্ধান্ত নিতে হবে রাজ্যকেও। এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন, কার্যত পুরভোট হবে কি হবেনা তা নিয়ে ঠেলাঠেলি চলছে একে অপরকে। কার্যত পুরভোট হবার দিকে ইঙ্গিত যে দেবে, তাকে পরবর্তীতে পরিস্থিতির যাবতীয় দায়ভার গ্রহণ করতে হবে। এখনো পর্যন্ত রায়দান করা হয়নি আদালতের তরফ থেকেও। তবে পুরভোট হওয়া নিয়ে এখনো যে যথেষ্ট অনিশ্চিত পরিস্থিতি রয়েছে তা বলা যায় নিঃসন্দেহেই।