এডিজি আইনশৃঙ্খলার কড়া নির্দেশিকা জারি বেআইনি বাজি রুখতে, মুখ্যসচিবের বিশেষ বৈঠক আজ বিকেলে
বেস্ট কলকাতা নিউজ : পরপর রাজ্যে তিন তিনটে প্রাণঘাতী ঘটনা। তিনটির সঙ্গেই জুড়ে রয়েছে বাজি । অভিযোগ উঠছে, রাজ্যের একাধিক জায়গায় বেআইনি বাজি কারখানার রমরমা চলছে। এবার বেআইনি বাজি রুখতে আরও তৎপরতা পুলিশের। ফের বাজি নিয়ে কড়া নির্দেশিকা। বেআইনি বাজির বিরুদ্ধে লাগাতার অভিযানের নির্দেশ। গোলমাল থাকতেই পদক্ষেপ করতে বলা হয়েছে। সমস্ত জেলার পুলিশ সুপার থেকে পুলিশ কমিশনারকে নির্দেশ এডিজি আইনশৃঙ্খলার। অন্যদিকে মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক রয়েছে। বিকেল ৫টায় মুখ্যসচিব বৈঠক করবেন দক্ষিণ ২৪ পরগনার বাজি ব্যবসায়ীদের সঙ্গে।
পরপর রাজ্যে তিন তিনটে প্রাণঘাতী ঘটনা। তিনটির সঙ্গেই জুড়ে রয়েছে বাজি । অভিযোগ উঠছে, রাজ্যের একাধিক জায়গায় বেআইনি বাজি কারখানার রমরমা চলছে। এবার বেআইনি বাজি রুখতে আরও তৎপরতা পুলিশের। ফের বাজি নিয়ে কড়া নির্দেশিকা। বেআইনি বাজির বিরুদ্ধে লাগাতার অভিযানের নির্দেশ। গোলমাল থাকতেই পদক্ষেপ করতে বলা হয়েছে। সমস্ত জেলার পুলিশ সুপার থেকে পুলিশ কমিশনারকে নির্দেশ এডিজি আইনশৃঙ্খলার। অন্যদিকে মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক রয়েছে। বিকেল ৫টায় মুখ্যসচিব বৈঠক করবেন দক্ষিণ ২৪ পরগনার বাজি ব্যবসায়ীদের সঙ্গে।
পাশাপাশি এ কথাও বলা হয়েছে, এই অভিযানে শীর্ষ পুলিশ আধিকারিকরা অর্থাৎ পুলিশসুপার বা অ্যাডিশনাল এসপি নিজেরা উপস্থিত থাকবেন। সেই অভিযান যাতে কার্যকর হয় তা দেখবেন। খালি বেআইনি বাজি কারখানাই নয়, লাইসেন্স রয়েছে এমন দোকান বা কারখানাতেও যাবে পুলিশের টিম। সমস্ত নথি খতিয়ে দেখবে তারা।