এনজিপির মতনই আধুনিকভাবে তৈরি করা হবে তেঞ্জিং নরগে বাস টার্মিনার্সকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এনজিপির ধাঁচে তৈরি করা হবে তেনজিং নরগে বাস টার্মিনাসকে। একেবারে আধুনিক করে তোলা হবে এই বাস টার্মিনার্স টি। জানা গেছে খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে। এই বাস স্ট্যান্ডকে নিয়ে সমস্যায় ছিলেন সকলেই। সমস্যায় ছিলেন যাত্রীরাও । কারণ সন্ধ্যার পরে একই অন্ধকার হয়ে যাওয়া, এর উপরে অসামাজিক কাজকর্ম, যে কারণে একেবারেই নিরাপদ নয় বাস টার্মিনাস। এমনকি যাত্রীরাও বহুদিন ধরেই তাদের ক্ষোভ প্রকাশ করেছিলেন। আধিকারিকদের কাছেও তারা জানিয়েছিলেন এই ঘটনা নিয়ে। কিন্তু সমস্যা যেখানে ছিল সেখানেই থেকে গেছে। তবে এবার নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ। খুব তাড়াতাড়ি খোল নালচে বদলিয়ে ফেলতে চায় তারা। আর এই ব্যাপারে চূড়ান্ত কথাবার্তা চলছে বলে খবরে জানা গেছে। তবে কতদিন লাগবে ? এই খবর এখনো পাওয়া যায়নি। তবে কাজ শুরু হচ্ছে এটা একেবারে নিশ্চিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *