এনজিপি স্টেশনে তিনজন মহিলার ব্যাগ ছিনতাই, অবশেষে ধরা পরল অভিযুক্ত দুই যুবক
নিউ জলপাইগুড়ি : স্টেশনে নেমে হাটছিলেন দুই মহিলা হঠাৎ করে পিছন থেকে ছুটে এসে দুই যুবক তিনজন মহিলার ব্যাগ ছিনতাই করে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছুটা হতবাক প্রথমে হয়ে গিয়েছিলেন যাত্রীরা, পরে দুই যুবক যাত্রী দৌড়ে গিয়ে ওই যুবকদের পাকড়াও করেন। খবর দেওয়া হয় জিআরপি কে। জিআরপি এসে দুজনকে নিয়ে যায়। জানা গেছে ওই দুই যুবকের বাড়ি মাথাভাঙ্গাতে শিলিগুড়িতে কাজের জন্য এসেছিলো তারা। এনজিপি স্টেশনে এসে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় অনেকেরই, পরে ওই দুই যুবককে চিনে ফেলে অনেকে। ওই তিন মহিলা যাত্রীর ব্যাগ ফিরিয়ে দেওয়া হয়। ওই তিন মহিলার বিশেষ অনুরোধে ওই যুবকদের ছেড়ে দেয় এনজিপি স্টেশনের জিআরপি পুলিশ। বয়স কম থাকায় তাদের ছেড়ে যাওয়া হলো বলে জানান তারা। ওই তিন মহিলার বাড়ি কলকাতায়। শিলিগুড়িতেও তাদের ফ্ল্যাট আছে। ব্যক্তিগত কাজে এসেছেন , বলে তারা জানান। তবে ব্যাগ ফিরে পাওয়ায় তারা ধন্যবাদও জানায় জিআরপিকেও।