এবারের রাজ্য বাজেটে ঘোষণা করা হল ৩% ডিএ-র , মহার্ঘ ভাতা মার্চ থেকে মিলবে বর্ধিত হারে
বেস্ট কলকাতা নিউজ : এবারের রাজ্য বাজেট পেশ হল পঞ্চায়েত ভোটের আগেই। বিধানসভায় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পেশ করছেন ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট। এদিন বাজেট বক্তিতায় মন্ত্রী আরো জানান, ‘৩ লক্ষ ৭১ হাজার টি দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয়েছে । দুয়ারে সরকার প্রশংসিত এমনকি বিশ্বজুড়েও । এতে উপকৃত হয়েছে ৯ কোটির বেশি মানুষ।’
আর কী কি জানিয়েছেন অর্থপ্রতিমন্ত্রী:
বাংলায় আর্থিক বৃদ্ধি ৮.৪১% হবে
স্বনির্ভর গোষ্ঠীকে ঋণদান
গ্রামীণ আবাস প্রকল্পে আমরা দেশের মধ্যে শীর্ষে
গ্রামীণ সড়ক নির্মাণে জোর দেওয়া হয়েছে
চলতি বছরে ২৪.৪৫% জিএসটি আদায় হয়েছে
মূল্যবৃদ্ধিতে দেশের মানুষের নাভিশ্বাস
জিএসটি রিটার্ন জমা ৭০% থেকে ৯৫% উন্নীত হয়েছে
স্ট্যাম্প ডিউটিতে ছাড় আরও ৬ মাস বাড়ল
এতে উপকৃত রিয়াল এস্টেট শিল্প, ৪৪ লক্ষ মানুষ অপেক্ষাকৃত কম খরচে ফ্ল্যাট কিনতে পেরেছেন
বিধায়ক উন্নয়ন তহবিলে বরাদ্দ ৬০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা
নতুন রাস্তা তৈরি এবং পুরনো রাস্তা সংস্কারে রাস্তাশ্রী প্রকল্প
এই প্রকল্প খাতে তিন হাজার কোটি টাকা বরাদ্দ
কর্মসংস্থানে পরিসর তৈরি করতে যুব সমাজের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
১৮-৪৫ বছর বয়সী ২ লক্ষ যুবক-যুবতী আর্থিক সহায়তা বাবদ সর্বাধিক ৫ লক্ষ টাকা ঋণ পাবেন
লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা ৬০ বছর পেরোলেই সরাসরি বার্ধক্য ভাতার আওতায়
১.৮৮ কোটি মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের গ্রাহক
৩% ডিএ বা মহার্ঘ ভাতা ঘোষণা, রাজ্য সরকারিকর্মী এবং অবসরে যাওয়া পেনশনভোগীদের ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা
মার্চ থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা