এবার আর ১৮ বছর পর্যন্ত অপেক্ষা নয়! নতুন ভোটার কার্ড করার জন্য এই বয়স হলেই হবে, জানালো নির্বাচন কমিশন
বেস্ট কলকাতা নিউজ : ১৮ বছরের দিন শেষ। এবার নির্বাচন কমিশন আরও একবছর বয়স কমালো নতুন ভোটার কার্ড করার জন্য। এ বার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে আবেদন করা যাবে ১৭ বছর বয়স হলেই। নির্বাচন কমিশন এমনটাই ঘোষণা করল ১৩ তম জাতীয় ভোটার দিবসে।
বুধবার কলকাতায় ন্যাশনাল লাইব্রেরিতে ভোটার দিবস পালনের অনুষ্ঠানে এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, নতুন ভোটারদের জন্য প্রি-রেজিস্ট্রেশন সিস্টেম শুরু করা হয়েছে। ১৭ বছর বয়স হলেই রেজিস্ট্রেশন করা যাবে। অর্থাৎ, কমিশন ভোটার হওয়ার জন্য আগাম আবেদনের ব্যবস্থা শুরু করল। এর ফলে ১৮ বছর হলেই আগাম আবেদনকারীরা ভোটার হয়ে যাবেন। নতুন ভোটারদের বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে ভোটার কার্ড। তাঁর কথায়, “ নির্বাচন কমিশনের এই রকম পদক্ষেপ নতুন ভোটারদের উৎসাহিত করতেই।”