এবার থেকে আর ব্রেক জার্নি নয়, একবারে এক ট্রেনেই যাওয়া যাবে সিকিম
নিজস্ব সংবাদদাতা : বাঙালির অন্যতম পছন্দের জায়গা সিকিম। সুযোগ পেলেই দার্জিলিং কিংবা দিঘার মতোই অনেকে চলে যান এই রাজ্যে। তবে এতদিনেও সরাসরি ট্রেন জার্নি করা যায় না সিকিম পর্যন্ত। শিলিগুড়ি নেমে গাড়ি ভাড়া করেই যেতে হয় গ্যাংটক। তবে সেই মুশকিল-আসানের সময় খুব কাছে। এক ট্রেনেই যাওয়া যাবে সিকিম!
সেবক-রংপো রেল প্রকল্প নিয়ে কৌতূহল থামছে না। এই প্রকল্পের কাজ শেষ হলেই বাঙালির সিকিম যাত্রা আরও মসৃণ। ট্রেনে উঠে এক ঘুমেই চলে যাওয়া যাবে সে রাজ্যে। তাহলে কবে শেষ হবে এই প্রকল্পের কাজ? ভারতীয় রেল সূত্রে খবর, ২০২৫ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। অর্থাৎ সব ঠিক থাকলে ২০২৬ সালের প্রথম দিকের কোনও মাস থেকেই এই রুটে ট্রেন জার্নি শুরু হতে পারে। সব মিলিয়ে এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় তবে বহু মানুষ উপকৃত হবেন। বিশেষ করে পর্যটকদের, যারা সরাসরি এনজিপি থেকে চলে যেতে পারবেন। এবং সারা বিশ্বের কাছে এই সিকিম যাত্রা আকর্ষণীয় হয়ে থাকবে। আর সব থেকে বড় কথা এই প্রচেষ্টা বহুদিন ধরেই চলছে তাই বাস্তবায়িত হলে উপকৃত হবে সকলেই, আর উপকৃত হবে কেন্দ্রীয় সরকার।