এবার থেকে দিতে হবে টাকা ঘোষনা শিলিগুড়ির কুমারটুলির মৃৎশিল্পীদের
শিলিগুড়ি : এবার আর নয়, এবার থেকে ফটো এবং ভিডিও তুলতে গেলেই দিতে হবে টাকা, মৃৎশিল্পিরা জানিয়েছেন ক্লাব গুলি লক্ষ লক্ষ টাকা খরচ করে পূজোর সময়, আবার তাদের এখানে এসে রিপোর্টাররা ছবি এবং ভিডিও তুলে মোটা টাকা উপার্জন করেন, আর আমরা কি পাই? তারা অবশেষে এই নিয়ম শুরু করে দিয়েছেন, আর রিপোর্টাররা আসলেই বোর্ড দেখে গাড়ি নিয়ে চলে যান, মৃৎ শিল্পীরা জানিয়েছেন এবার থেকে চলবে ঠিক এই নিয়ম। যেই আসুক সবাইকে মেনে চলতে এই নিয়ম। আর নিয়ম কারোর উপর নয়।
