এবার নিজের ৩৩ নম্বর ওয়ার্ডে সরোজমিনে ভুতুড়ে ভোটার নিয়ে তদন্তে নামলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, তাই সারা বাংলার তৃণমূল নেতৃত্বের সাথে সাথে দার্জিলিং জেলা তৃণমূল নেতৃত্ব ভুতুড়ে ভোটার নিয়ে পথে নেমেছে। অবশেষে মেয়র গৌতম দেব নিজেই ভুতুড়ে ভোটার নিয়ে সরোজমিনে তদন্ত শুরু করলেন। মেয়র এদিন জানান আমাদের কাছে কিছু তথ্য আছে, আর এই ঘটনাটা তো ঘটেছে ভোটারদের বের করে তাদের নির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে। এইটা যদি না করা হয় যারা আসল ভোটার তারাও চরম সমস্যায় পড়তে পারেন।

এদিন মেয়র নিজের ৩৩ নম্বর ওয়ার্ডে বেশ কিছু বাড়িতে গিয়ে ভোটার লিস্ট পরীক্ষা করে দেখেন। মেয়রের সাথে এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন সদস্যও । এদিন মেয়র আরো জানান বেশ কিছুদিন ধরেই শিলিগুড়িতে বেশ বহিরাগতদের সংখ্যা বেড়ে গেছে। সব জায়গায় বেড়েছে, শিলিগুড়িতেও বেড়েছে। তাই মুখ্যমন্ত্রী আশঙ্কাটা ধ্রুব সত্য। ভুতুড়ে ভোটারদের বের করে তাদের ভোটার লিস্ট থেকে বাদ দিতে হবে। আমাদের দলের কর্মীরা প্রচন্ড পরিশ্রম করছেন, তাদের সাধুবাদ জানাই । এদিন তিনি এও বলেন এই কাজটা আমাদের সবাইকে মিলেমিশে শেষ করতে হবে, তবেই সমস্যার সমাধান ঘটবে।