এবার পাহাড়ের মানুষ পথে নামলো নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে
নিজস্ব সংবাদদাতা : এবার পাহাড়ের মানুষ নামলো নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে। তাদের দাবী যা হয়েছে মানুষের সামনে নিয়ে আশা হোক। পাহাড়ের মানুষকে জানাতে হবে কি কারনে এবং কেন? এতো বড়ো ঘটনা ঘটে গেল অথচ পাহাড়ের মানুষ কিছু বুঝতে পারলো না, আমাদের দাবী গোটা পাহাড়ের মানুষকে জানানো দরকার কি কারনে এই ঘটনা ঘটে গেছে? এদিন দার্জিলিং জুড়ে প্ল্যাকার্ড হাতে যুবক এবং যুবতীরা চলে আসেন। গোটা পাহাড়ের মানুষ এদিন বিক্ষোভ মিছিল অংশ নেন। এই নিয়ে এদিন ব্যাপক উত্তজনাও দেখতে পাওয়া যায় গোটা পাহাড় জুড়ে। এতদিন এতো ঘটনা ঘটে যাবার পরও পাহাড়ের মানুষের কোনো অভিবাক্তি পাওয়া যায় নি, তবে এদিন তাদের এই আন্দোলন পাহাড় এবং বাংলায় একটা আলাদা মাত্রা এনে দিল।


