এবার বুর্জ খলিফা থিম দীপাবলীতেও, তবে কলকাতার গন্ডি ছাড়িয়ে বর্ধমানে
বেস্ট কলকাতা নিউজ : দুর্গাপুজোর সময় শ্রীভূমিতে পুজো মণ্ডপ তৈরি করা হয়েছিল দুবাইয়ের বুর্জ খলিফার আদলে। এমনকি শ্রীভূমিতে লক্ষ লক্ষ মানুষেরও জমায়েত হয় বুর্জ খলিফা দেখতে। কিন্তু মনের আশা পূর্ণ হয়নি অনেক দর্শনার্থীদেরই । কারণ শ্রীভূমির বুর্জ খলিফা মাঝপথে বন্ধ করে দেওয়া হয় করোনা সংক্রমণ রুখতে। এবার কালি পুজোতেও হতে চলেছে বুর্জ খলিফার থিম। তবে কলকাতার গন্ডি ছাড়িয়ে বর্ধমানে।সম্প্রতি বুর্জ খলিফা এই কথাটি অত্যন্ত জনপ্রিয়তা লাভ করেছে পশ্চিমবাংলায়।
বুর্জ খলিফা মন্ডপের অসম্ভব শিল্পকলার কথা বারংবার সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছে শ্রীভূমির সৌজন্যে। যদিও বুর্জ খলিফা শুধুমাত্র পুজো মণ্ডপেই আটকে থাকেনি। বাঙালির বিজয়াকে মাতিয়েছে বিখ্যাত ফেলু মোদকের বুর্জ খলিফা মিষ্টি। যদিও এখানে এর আগেও বানানো হয়েছিল দুরন্ত এক্সপ্রেস, রবীন্দ্রনাথ ঠাকুর, বিভিন্ন খেলোয়াড়ের আদলে মিষ্টি।