এবার শিলিগুড়ির মেয়ের আর জি করের প্রতিবাদ সুদূর অস্ট্রেলিয়া থেকে
নিজস্ব সংবাদদাতা : এবারে আরজিকরের প্রতিবাদ সুদূর অস্ট্রেলিয়া থেকে প্রতিবাদ শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা শ্রেয়সী সাহা। বিয়ের পর থেকেই তিনি অস্ট্রেলিয়া সিডনির বাসিন্দা। সেখানে ইন্ট্যারিয়ার ডিজাইনের কাজ করেন তিনি। আরজি করে ঘটনা নিয়ে যথেষ্ট চিন্তায় শ্রেয়সী। তবুও নিজের জিনিস সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ না করে ব্যানার নিয়ে রাস্তায় নেমে গেছেন। জানালেন আমার যতটুকু প্রতিবাদের ক্ষমতা আমি সেই ভাবে সেইটুকুই প্রতিবাদ করব। এই ঘটনা প্রচন্ড নিন্দনীয়, জঘন্য এবং প্রতিবাদের কোন ভাষা নাই। তাই আমি শুধু সিডনি অস্ট্রেলিয়া থেকে কাজেরতীব্র সমালোচনা করছি। আমি এখান থেকে তীব্র প্রতিবাদ করছি এই জঘন্য কাজের এবং এর সাথে জড়িত যারা তারা যেন অবিলম্বে শাস্তি পায়। শুধু তাই নয় শ্রেয়সী বাইরে থেকে একজোট করছেন প্রবাসী বাঙ্গালীদের ও। তাদের নিয়ে প্রতিবাদ করার পরিকল্পনাও আছে তার।