এসএসসি দুর্নীতিঃ যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবীতে শিলিগুড়িতে তুমুল বিক্ষোভ AIDSO এর তরফ থেকে
শিলিগুড়ি : এসএসসি দুর্নীতি যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবীতে শিলিগুড়িতে তুমুল বিক্ষোভ সংঘটিত হল AIDSO এর তরফ থেকে । এদিন শিলিগুড়িতে ভেনাস মোড়ে তারা বিক্ষোভ দেখান। তারা জানান মানুষের কাছে একেবারে ছোট হয়ে গেছে তৃণমূল সরকার। ভাবা যায় না কি অবস্থা তৈরী করছে তারা। কিভাবে তাদের সংসার চলবে কেউ জানে না। কিভাবে এদের ভবিষ্যতের রাস্তার সূচনা করা হবে একমাত্র এরাই জানে। আজকে যোগ্য দের চাকরি চলে গেছে, কি তাদের মনের অবস্থা তা কেউ জানেন কি?
