শিলিগুড়ি : এস আই আর কে নিয়ে মানুষের ভয় মিছিমিছি। আমি ১৫ বছর ধরে এখানে আছি, আমার সবকিছু ঠিক আছে। যাদের কাগজপত্র নেই তাদেরও ভয় পাওয়ার কিছু নেই। সব কাগজপত্র হয়ে গেলে তাদের আর থাকতে কোন অসুবিধা হবে না। এমটাই জানালেন শিলিগুড়ির ভুটিয়া মার্কেটের এক ফল বিক্রেতা।