এস আই আর নিয়ে পাথরঘাটায় উপস্থিত হলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: বাংলাজুড়ে জোরকদমে চলছে ভোট রক্ষা শিবির। অবশেষে এস আই আর নিয়ে পাথরঘাটায় উপস্থিত হলেন তৃণমূল নেত্রী পাপিয়া ঘোষ। পাপিয়া ঘোষ এর নেতৃত্বে বাংলার ভোট রক্ষা শিবির চলছে মূলত দার্জিলিং জেলা জুড়ে। এদিন পাপিয়া ঘোষ জানান, যারা যারা যোগ্য ভোটার তারা ভয় পাচ্ছেন আপনারা নিশ্চিত থাকুন কোনভাবেই আপনাদের নাম বাদ যাবে না। তৃণমূল কংগ্রেস থাকতে এই ঘটনা ঘটবে না। বিজেপি একটা হাওয়া তুলছে বাংলা থেকে বাঙ্গালীদের উৎখাত করতে হবে , কিন্তু সেটা হবে না। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছিল আছে এবং থাকবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে কারো নাম বাদ যাবে না এস আই এফ থেকে। মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে , নাম বাদ গেলেই ডাকা হবে যাদের কাগজপত্র নেই তারা নিশ্চিতভাবে পরিকল্পনা করে এগিয়ে যান আপনাদের সাথে আমরা আছি।

পাপিয়া ঘোষ এদিন আরো জানান বিজেপির পরিকল্পনাকে কোনভাবেই সফল হতে দেওয়া যাবে না। এদিন পাপিয়া ঘোষ এও বলেন সামনে বিধানসভা নির্বাচন তাই কোনোভাবেই না পেরে বিজেপি এস আই আর কে হাতিয়ার করে ভোট যুদ্ধে জিততে চাইছে কিন্তু ওদের এই পরিকল্পনাও এবার ব্যর্থ হবে, আর সময় হলেই মানুষ ওটা বুঝিয়ে দেবে। পাপিয়া ঘোষ আরো বলেন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে আপনারা লিখে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *