এ বছরের মাধ্যমিকে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করলেন নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন
নিজস্ব সংবাদদাতা : দার্জিলিং জেলায় নকশালবাড়ি সারদা বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ের দুই ছাত্র মাধ্যমিকে ৬৮০ নম্বর পেয়ে সম্ভাব্য যুগ্ম প্রথম আঠারোখাইয়ের ইমন চক্রবর্তী এবং অটল চা-বাগানের অভিনব মন্ডল। এছাড়াও আঠারোখাইয়ের শ্রী নরসিংহ বিদ্যাপীঠ (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ের ছাত্র রাতুল ঘোষ (৬৪৮ নম্বর) এবং নক্সালবাড়ি সারদা বিদ্যামন্দির (উচ্চ মাধ্যমিক) বিদ্যালয়ের ছাত্রী ইপ্সিতা চক্রবর্তী (৬১৯ নম্বর) নজর কাড়া নম্বরে উত্তীর্ণ হয়েছে। উক্ত ছাত্র-ছাত্রীদের সকলকেই সংবর্ধনা জানালেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন।

এদিন তাদের হাতে পুরস্কার তুলে দিয়ে বিধায়ক জানান এটা ওদের প্রাপ্য। যেভাবে ওরা লড়াই করে গেছে তার জন্য কোন প্রশংসাই যথেষ্ট নয়। পড়াশোনা করতে গেলে এখন আর্থিক সঙ্গটি সবাই জোগাড় করতে পারে না। জোগাড় করে নিতে হয়। আমার সাধ্যমত আমি যতটা পারা যায় চেষ্টা করে যাব ওদের পাশে দাঁড়ানোর জন্য। ওরা মেধাবী ওদের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। তাই ওদেরকে একটু সহায়তা করতে হবে ওরা আগামী জীবনে যাতে কিছু করতে পারে। এখন সবাই পড়াশোনা করতে চায়, পড়াশোনার জন্য লাগে প্রচুর পরিমাণে অর্থ। বাবা মার আর্থিক সংগতি যদি থাকে তবে ঠিক আছে, না হলে উচ্চ শিক্ষার জন্য প্রচুর অর্থের প্রয়োজন । ওরা মাধ্যমিকের ভালো ফলাফল করেছে অভিনন্দন জানাই ওদের। জানালেন বিধায়ক আনন্দময় বর্মন।