ওষুধের দাম বেড়েছে এবার কি বৃদ্ধি পাবে প্রতিষেধকের দামও! চরম আতঙ্কে বাংলার প্রসূতি মায়েরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ওষুধের পর এবার আতঙ্ক বাড়ছে প্রতিষেধকের দাম বৃদ্ধি নিয়ে। এর ফলে প্রসূতি মায়েদের পাশাপাশি শিশুদের প্রতিষেধক নিয়েও চিন্তায় কপালে ভাঁজ পড়ছে পরিবারগুলির। দেশের মোট জনসংখ্যার ৯০ শতাংশ ডাক্তারি পরামর্শে চলতে হয়। আর এদের মধ্যে ২২ শতাংশেরই জরুরী ভিত্তিতে প্রতিষেধকের প্রয়োজন হয়। এ ক্ষেত্রে সিংহভাগ প্রতিষেধক ব্যবহৃত হয় প্রসূতি মা এবং শিশুদের জন্য। এবার কি তবে থাবা বসতে চলেছে প্রতিষেধকের ক্ষেত্রে? যা নিয়ে চরম আতঙ্কে বাংলার প্রসূতি মায়েরা। আর যদি তেমনটাই হয়, তাহলে কতটা চাপের মুখে পরতে পারেন সাধারণ মানুষ? যা নিয়ে উঠছে প্রশ্ন।

তবে এই বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “কেন্দ্র সাধারণ মানুষকে উপেক্ষা করে প্রতিবন্ধকতার সৃষ্টি করছে নানা রকম ‘কর’ চাপিয়ে দিয়ে। সাধারণ ওষুধের দাম বাড়িয়েছে কেন্দ্র। এবার প্রতিষেধক বা টিকাতেও যদি দাম বাড়ে, যার অধিকাংশই ব্যবহার হয় ‘প্রসূতি মা’ ও শিশুদের জন্য। তাহলে বোঝাই যাচ্ছে, বিজেপি সরকার ব্যবসা করতে চাইছে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করে। কেন্দ্রের বিদেশ ভ্রমণের টাকা তো জোগাড় করতে হবে, তাই এই ব্যবস্থা করছে কেন্দ্র।” মন্ত্রী ইলেক্টোরাল বন্ডের কথা উল্লেখ করে আরো বলেন, “যেখানে সুপ্রিম কোর্ট এই বন্ডকে বেআইনি ঘোষণা করেছে, তারপরেও বেআইনি ভাবে এক শ্রেণীর মানুষকে প্রোমোট করে আর বাকি সবাইকে চায় মেরে ফেলতে কেন্দ্রীয় সরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *