কলকাতার যানজটের মূলে রয়েছে অবৈধ পার্কিং, নতুন বছরে কড়া পদক্ষেপ ট্র্যাফিক পুলিশের তরফে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা শহরের নিত্যদিনের যানজটের অন্যতম বড় কারণ হিসেবে দীর্ঘদিন ধরেই উঠে আসছে অবৈধ পার্কিং । দিনের ব্যস্ত সময়ে রাস্তার ধারে ও মাঝ বরাবর যত্রতত্র গাড়ি দাঁড় করানোর ফলে মারাত্মক সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে শুরু করে অফিসযাত্রীরা । ট্র্যাফিকের গতি মন্থর হওয়ার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কাও । এই পরিস্থিতি সামাল দিতেই নতুন বছরের শুরুতেই কড়া পদক্ষেপ করতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ ।

পুলিশ সূত্রের খবর, অবৈধ পার্কিং পুরোপুরি বন্ধ করতে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা যেমন বড়বাজার, ডালহৌসি চত্বরে একাধিক প্রশাসনিক পদক্ষেপ করার সিদ্ধান্ত হয়েছে । ইতিমধ্যেই সেই পরিকল্পনা বাস্তবায়নের কাজও শুরু করে দিয়েছে পুলিশ প্রশাসন । ডালহৌসির পাশাপাশি রেড রোড এলাকাতেও নজরদারি আরও আঁটোসাটো করা হচ্ছে । রেড রোডের দুই ধারে যেখানে ফাঁকা জায়গা বা কাট-আউট রয়েছে, সেখানে গেট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে কোনওভাবেই সেখানে বেআইনিভাবে গাড়ি দাঁড় করানো না যায় । এই কাজ দ্রুত সম্পন্ন করতে পূর্ত দফতর, সাউথ ট্র্যাফিক গার্ডের ওসি এবং সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গিয়েছে ।

প্রশাসনের লক্ষ্য, খুব শীঘ্রই প্রয়োজনীয় অনুমতি নিয়ে কাজ শেষ করা, যাতে ব্যস্ত এই এলাকায় যান চলাচল আরও মসৃণ করা যায় । এই পরিকল্পনার অংশ হিসেবেই গত বুধবার কলকাতা পুলিশের শীর্ষ আধিকারিকরা ডালহৌসি এলাকা সরেজমিনে পরিদর্শন করেন । পরিদর্শনের সময় দেখা যায়, রাস্তার উপর যত্রতত্র গাড়ি দাঁড় করানোর প্রবণতা এখনও যথেষ্ট বেশি । সেই সমস্যা রুখতেই এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে রাস্তার মাঝ বরাবর রেলিং বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *