কলকাতা পৌরনিগমে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা : কলকাতা পৌরনিগমে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার এম এম আই সি এবং অন্যান্য কাউন্সিল এরা। মেয়র ফিরহাদ হাকিম এদিন জানান শিলিগুড়ি পৌরসভার জন্য আমি বেশ কয়েকটি প্রস্তাব দিলাম। দেখা যাক কতদূর কি হয়। কারণ সারা বাংলার উন্নয়ন দরকার। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তিনি সব জায়গার উন্নতি চান। প্রায় সাড়ে চার ঘন্টার মিটিং এ বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়। রাজ্যে পুরসভার কাজকর্ম নিয়ে একেবারে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী, তাই আমাদের অনেকটা সাবধান এবং সচেতন হয়ে পৌরসভার কাজ করতে হবে।