কলকাতা পৌরনিগম বিশেষ উদ্যোগী হল শিশুদের ফের স্কুলমুখী করতে
বেস্ট কলকাতা নিউজ : অবশেষে কলকাতা পৌরনিগম বিশেষ উদ্যোগী হল শিশুদের স্কুলে ফেরাতে । এমনকি মেয়র পরিষদ (শিক্ষা) সন্দীপন সাহা কাউন্সিলরদের চিঠিও দিলেন উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে সহায়তা চেয়ে । মূলত ছাত্রছাত্রীরা স্কুলের মুখ দেখেনি দীর্ঘদিন ধরে। তাই রাতারাতি ক্লাস শুরু নয়, কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগ বিশেষ উদ্যোগ নিচ্ছে ছাত্রছাত্রীদের আগে স্কুলমুখী করতে। এদিকে রাজ্য সরকার ‘পাড়ায় শিক্ষালয়’ যে ঘোষণা করেছে তা বাস্তবায়নের জন্য কলকাতা পৌরনিগমের শিক্ষা বিভাগের তরফে চিঠি দেওয়া হয়েছে প্রতিটি পৌর প্রতিনিধিকেও।
কাউন্সিলরদের পাঠানো ওই চিঠিতে এও জানানো হয়েছে ব্যবস্থা করতে একটি খোলামেলা জায়গা, মাঠ বা উদ্যানের। যেখানে পুঁথিগত পঠন-পাঠন নয়, খেলার ছলে বাচ্চাদের শেখানো হবে গান, আবৃত্তি, কবিতার মত বিষয় । এর মধ্যে দিয়েই শিশুদের স্কুলে যাবার যে অভ্যাস সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তা ধীরে ধীরে ফিরবে। এরপর রাজ্য সরকার যেদিন থেকে প্রাথমিক স্তরের স্কুল খোলার নির্দেশ দেবে কলকাতা পৌরনিগমের শিক্ষাবিভাগ পৌর প্রাথমিক স্কুলগুলি চালু করে দেবে সেই নির্দেশ অনুসারে। এই প্রকল্পে যারা প্রাথমিক শিক্ষক মূলত তারাই এই কাজটা করবে।