কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে চুরি হয়ে গেলো চারটি জেনারেটর, ছড়ালো ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি : কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের চারটি জেনারেটর চুরি হওয়াকে কেন্দ্র করে এদিন চাঞ্চল্য ছড়ালো। এদিন সকালে সিকিউরিটি এসে দেখে জেনারেটরের জায়গা ফাঁকা। কিভাবে কি হলো বুঝতে না পেরে সে খবর দেয়, তেলিয়াম কমিটির সদস্যদের। তারা ছুটে এসে দেখেন এবং চারিদিকে ঘুরে দেখেন চারটি জেনারেটর নেই। যার দাম আনুমানিক ছয় লক্ষ টাকা। এই নিয়ে দ্বিতীয়বার যা নিয়ে ক্ষুব্ধ অনেকেই।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)
জানা গেছে জেনারেটর লাগে মূলত রাতের বেলায়। স্টেডিয়াম সংলগ্ন এলাকাতে কাজ হচ্ছে তিন মাস ধরে, রাতের বেলা জেনারেটরের প্রয়োজন হয় , সেই কারণে চুরি হয়ে যাওয়ায় চিন্তায় পড়েছেন স্টেডিয়াম কমিটির লোকজনও। তারা এও জানিয়েছেন রাত্রিবেলা জেনারেটরের সাহায্য দরকার। সেই কারণে চুরি হয়ে যাওয়ার পরে এই অবস্থা হয়ে গেল। আরো জানা গেছে চোরেরা ঘুর পাক খাচ্ছিল কয়েকদিন ধরেই । অবশ্য সুযোগ বুঝেই তারা এদিন জেনারেটর নিয়ে যায়।