কারখানা থেকে উদ্ধার হল ১০ ফুট লম্বা অজগর সাপ, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শহর জুড়ে
নিজস্ব সংবাদদাতা: আশিগড় সংলগ্ন নরেশ মোড় এলাকায় এক কারখানা থেকে উদ্ধার হল ১০ ফুট লম্বা একটি অজগর সাপ । জানা গেছে এদিন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা এলাকায় পৌঁছে বিশালাকার অজগরটিকে উদ্ধার করে। তবে কিভাবে এবং কোথা থেকে এই সাপটি এখানে এসে পৌছালো সেটা নিয়ে এদিন ব্যাপক চাঞ্চল্যও ছড়ায় গোটা শিলিগুড়ি শহর জুড়ে। অন্য সাপ হলে আলাদা কথা, কিন্তু অজগর সাপ কিভাবে কারখানার মধ্যে ঢুকলো এদিন এটাই বুঝে উঠতেপারেনি সাধারন মানুষজনও।অবশেষে এদিন অজগর সাপটিকে বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়।


