কারখানা নির্মাণের প্রস্তুতি সরকারি জমি দখল করে, বোর্ড লাগিয়ে দিল BLRO এসে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সরকারি জমি জবরদখল করে বেআইনিভাবে কারখানা নির্মাণ ও মেশিনপত্র মজুত করলেও প্রশাসন কার্যত চুপ! ভয়ঙ্কর অভিযোগ বর্ধমানের আউশগ্রামে। জেলা প্রশাসনের নির্দেশে ব্লকের ভূমি সংস্কার দফতর ওই নির্মীয়মান কারখানার জমিতে সরকারিভাবে বোর্ড লাগিয়ে দায় সেরেছে। এদিকে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে , উক্ত জমি পশ্চিমবঙ্গ সরকারের অধীন। যে কোনও ধরনের নির্মাণকাজ বন্ধ রাখতে হবে। এখানে উল্লেখ্য পূর্ব বর্ধমানের আউশগ্রামে প্রায় দু’বিঘে সরকারি খাসজমি জবরদখল করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছিল স্থানীয় এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে।

আউশগ্রাম বাজার ঢোকার কিছুটা আগেই গুসকরা ইলামবাজার রাজ্যসড়কের পাশে ৭২ শতক পরিমাণ জমির উপর মাস দুয়েক ধরে কারখানার জন্য নির্মাণকাজ শুরু করা হয়। আউশগ্রাম মৌজায় ওই ৭২ শতক জমি সরকারি খাসজমি। অভিযোগ, আউশগ্রাম অঞ্চল তৃণমূল সভাপতি ইনদাজুল শেখের ছেলে জিয়াউল শেখ ওরফে সাহেব সরকারি জমি জবরদখল করে অ্যাস ব্রিক তৈরির কারখানা চালুর পরিকল্পনা নিয়েছিলেন। ইতিমধ্যে লোহার বিমের কাঠামো ও টিনের ছাউনি নির্মাণ করা হয়ে যায়। কারখানার জন্য মেশিনপত্রও নিয়ে আসা হয়েছিল। সরকারি জমিতে কোনও ধরনের লিজ বা অনুমতি ছাড়াই কারখানা নির্মাণের উদ্দেশ্যে জবরদখল করার কথা প্রশাসনিক কর্তাদের কাছে পৌঁছয়।

এখন প্রশ্ন গত তিন মাস ধরে লাগাতার সরকারি খাসজমির উপর বেআইনি নির্মাণ হলেও প্রশাসন কেন কোন ব্যবস্থা নিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার আউশগ্রাম ১ নম্বর ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের পক্ষ থেকে আউশগ্রাম থানায় শুধুমাত্র একটি সাধারণ অভিযোগ দায়ের করা হয়েছে। তারপর তিনদিন পার হলেও এখনও পর্যন্ত কোন এফআইআর দায়ের করা হয়নি। যদিও এই বিষয়ে পূর্ব বর্ধমান অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি রাজস্ব) বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়ের যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমরা আউশগ্রাম থানায় গোটা বিষয়টি জানিয়েছি। তিন সদস্যের কমিটিকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। রিপোর্ট পাওয়ার পর অভিযোগ দায়ের করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *