কারোর ভয়ের কোন কারণ নেই SIR নিয়ে, ভোটারদের অভয়দিয়ে এমনটাই জানালেন তৃণমূল নেত্রী সুপর্ণা বসু মৈত্র
নিজস্ব সংবাদদাতা : আপনাদের কোন ভয় হবে না, কারণ সবার নাম বৈধভাবে উঠে যাবে। জানালেন সুপর্ণা বসু মৈত্র। তিনি জানান মানুষ অযথা ভয় পাচ্ছে, কারণ এইসব ব্যবস্থা তৈরি করেছে বিজেপি। আর মানুষ ভাবতে বসে গেছে আমাদের কিছু করার নেই। গত তিন মাস ধরে এই SIR কে নিয়ে মানুষের মনে একটা অন্য ধারণা তৈরি হয়েছে। যেটা একেবারে কাল্পনিক। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা বুঝাতে চেষ্টা করছি আপনারা বিভ্রান্ত হবেন না। এস আই আর আপনাদের কোন সমস্যা তৈরি করতে পারবেনা।এদিন সুপর্ণা বসু মৈত্র আরও জানান তৃণমূল কংগ্রেস আপ্রান লড়াই করে যাচ্ছে । মানুষের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থাকতে আমাদের নির্দেশ দিয়েছেন। তাই যতক্ষণ না পর্যন্ত সবার নাম উঠবে ততক্ষণ আমরা এই লড়াই চালিয়ে যাব। তিনি এও জানান ভবিষ্যতে এই ধরনের কোন রকম সমস্যা তৈরি হবে না।


