কারো কোনো রকম সাহায্য ছাড়া ক্রান্তির কিশোর নয়ন বাকালি তৈরি করছে দুর্গা প্রতিমা
নিজস্ব সংবাদদাতা : ক্রান্তির এক দরিদ্র পরিবারের ছেলে নয়ন বাকালি ক্রান্তির একটি বাংলা সরকারি মাধ্যমের স্কুলে ক্লাস নাইনে পড়ে। কিন্তু ইতিমধ্যেই সে তাক লাগিয়ে দিয়েছে কারো সাহায্য ছাড়া এবং কোন কিছু ছাড়াই দুর্গা প্রতিমা তৈরি করে। সে জানিয়েছে তার বাবা অজিত বাকালিও দুর্গা প্রতিমা এবং অন্যান্য মূর্তি তৈরি করতো। বর্তমানে অসুস্থতার কারণে সে কদিন বন্ধ রেখেছিল, কিন্তু এত সুন্দর জিনিস শিখল সে কিভাবে? সে জানায় পড়ার ফাঁকে ফাঁকে সে এই মূর্তি বানানোর কাজ শিখেছে। এছাড়া ইউটিউব দেখে দেখেও অনেক কিছু তৈরি করেছে সে।
এদিকে তার বাবা-মা জানিয়েছে এখন এটাই তার নেশা হয়ে দাঁড়িয়েছে, বলেও । পুজো আসলে বিভিন্ন অসাধারণ মূর্তি তৈরি করেছে, সে এখন ছোট আপাতত পড়াশোনা করতে চায়, তবে সে মূর্তি বানানো ছাড়বে না, সময় হলেই সে তৈরি হবে এবং নিজেকে একজন মৃত শিল্পী হিসাবে তৈরি করবে । নয়ন বাকালি এও জানান শিক্ষিত আমি হবই। তবে তার বাবা-মার আশা পূরণ করতে হবে, এমনটাই জানিয়েছে সে। এই মূর্তি বানানোটা আমার আনন্দের বিষয়। এটা আমি কোনভাবেই ছাড়বো না। দেখা যাক ভবিষ্যৎএ আমি কি করি। তবে আমি মূর্তি বানাবোই এমনটাই জানাল নয়ন বাকালি।