কেটে গেছে এক দিন তবুও চুড়ান্ত অব্যাবস্থা রাঙাপানিতে
নিজস্ব সংবাদদাতা : কেটে গেছে একদিন,তবুও এখনো চুড়ান্ত অব্যাবস্থা রাঙাপানিতে। বহু যাত্রীর গুরুত্বপূর্ণ কাগজপত্র পাওয়া যাচ্ছে না,অনেকেই চিকিৎসা করাতে বাইরে যাচ্ছিলেন কাগজপত্র পাচ্ছেন না,অনেকেই তাদের সন্তানদের নিয়ে বাইরে চলে যাচ্ছিলেন তাদের কাছ থেকে হারিয়ে গেছে সব গুরুত্বপূর্ণ কাগজপত্র। অনেকেই জানিয়েছেন এত বড় দুর্ঘটনা ঘটে গেল সবার আগে স্থানীয় মানুষ এসেছেন, রেল কিংবা প্রশাসন আসে নি। যাত্রীদের অভিযোগ বার বার বলা হলেও তাদের সন্তানদের জন্য প্রয়োজীয় চিকিৎসা করাতে পারছিলেন না তারা। একে বৃষ্টি তার উপরে অন্ধকার সব মিলিয়ে বিকেল তিনটের পরে রীতিমতো চার্জ লাইট এবং টর্চ নিয়ে উদ্ধার কার্য চালিয়ে গেছেন উদ্বারকারীরা।
এদিকে অনেক যাত্রীই বিরক্ত হয়ে নিজের খরচে এনজেপী ষ্টেশনে চলে যান। যেসব যাত্রী বেশী মাত্রায় আহত হয়ে ছিলেন তারা অপেক্ষায় ছিলেন কখন গাড়ি আসবে। দুপুরের পরে খাবার আসলেও অনেক যাত্রী অভিযোগ করেছেন তারা সময় হলেও খাবার পান নি। সবমিলিয়ে গতকাল দুর্ঘটনার পরে চুড়ান্ত খারাপ অবস্থায় দাড়িয়ে পড়ে উদ্বারকার্য। অবশ্য পরে রেলের বেশ কিছু কর্মচারী এবং অফিসারদের উদ্যোগে কিছুটা হলেও সস্তি পান দুর্ঘটনার কবলে পড়া রেলের যাত্রীরা।