কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার উচ্ছলপুকুরি এলাকায় গত এক দশক ধরে বিপদজনক ভাবে দাঁড়িয়ে আছে টিকাভিজা ব্রিজ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কোচবিহার : কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার জামালদহ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উচ্ছলপুকুরি এলাকায় গত এক দশক ধরে চরম বিপদজনক ভাবে দাঁড়িয়ে আছে টিকাভিজা ব্রিজ । এমনকি ব্রীজটি হেলে কাত হয়ে আছে, ব্রিজের ঢালাইয়ের তল দিয়ে জল যাচ্ছে।ফলে ব্রীজ ভেঙে যখন তখন বড়ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছেন এলাকার অনেকেই। জামালদহ থেকে কেসার হাট, জোরসিমুলি, কেদারহাট বিভিন্ন এলাকায় সংযোগ স্থাপন করেছে মূলত এই একমাত্র টিকাভিজা ব্রীজটি।

এদিকে যদিও ভারী যানবাহন চলাচল করেনা কিনতু যদি কেউ ভূল করে ভারী যানবাহন নিয়ে ব্রিজের উপর উঠে যায় যখন তখন দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় । যানবাহন এর বিধিনিষেধ এর কোনো নোটিশ দেওয়া নেই।ফলে মানুষ সমস্যায় পড়েছেন। তবে এই ব্রিজের নাম নিয়ে একটি প্রাচীন কাহিনী আছে। এলাকার কয়েকজন প্রবীণ নাগরিক বলেন আগে যখন ব্রীজ ছিলো না, তখন হেঁটেই জল পার করে যাওয়া আসা করত মানুজন কিনতু যতোই চেষ্টা করুক টিকা ভিজবেই, তারপর ব্রীজ হলো তখন থেকে এই ব্রিজের নাম হলো টিকা ভিজা ব্রীজ। যাই হোক আশার কথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের একজন আধিকারিক এসে অবশেষে ব্রিজের মাপ জোক করেছেন, গ্রামবাসীদের দাবি অবিলম্বে এই ব্রিজ ভেঙ্গে দিয়ে নতুন ব্রীজ করা হউক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *