ক্রমশ চরচড়িয়ে বাড়ছে আলুর দাম , খতিয়ে দেখতে বাজার পরিদর্শনে এলেন বিধায়ক শংকর ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : বাজারে আলুর দাম দিনের পর দিন বেড়েই চলেছে, উঠেছে এদিকে জনগণের দীর্ঘ নাভিশ্বাস উঠছে আলু কিনতে গিয়ে। এদিন শিলিগুড়ি বিভিন্ন এলাকা ঘুরে আলুর দাম খতিয়ে দেখলেন বিধায়ক শংকর ঘোষ। শিলিগুড়ি বিভিন্ন এলাকা জুড়ে তিনি তার অনুগামীদের নিয়ে ঘুরে দেখেন। বিধায়ক বিভিন্ন আলুর দাম জিজ্ঞাসা করেন দোকানদারদের। বিধান মার্কেটে এসে তিনি দোকানদারদের জিজ্ঞাসা করেন বিভিন্ন আলুর দাম নিয়ে।

এদিন বিধায়ক জানান আলু এবং পেঁয়াজের দাম নিয়ে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। অথচ এটা নিয়ে রাজ্য সরকারের কোন হেলদোল নেই। সব বাজারেই একই অবস্থা, প্রতিবছর এই সময় সবজির দাম বাড়ে, আবার কমেও যায়। কিন্তু এবারে অনেকটাই বেড়ে গেছে আর যেটা কমে যাওয়ার নাম নেই। দোকানদারাও দেখলাম অসহায় হয়ে পড়ছেন, মানুষ যদি না কেনে ব্যবসা চলবে কিভাবে? আমি দেখলাম শিলিগুড়ি সব বাজারে মোটামুটি এক দাম, এত দাম হলে মানুষ কদিন বাজার করবে? বিধায়ক এদিন আরোও জানান মুখ্যমন্ত্রী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন , কিন্তু কোন কাজ হচ্ছে না, আর কাজ না হলে কি লাভ? যারা দিন আনে দিন খায় তাদের কি অবস্থা, আমি ভালোভাবেই বুঝতে পারছি বলে এমনটাই জানালেন বিধায়ক শংকর ঘোষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *