ক্রমশ চলছে ডাক্তারদের প্রতিবাদ, সমস্যা বাড়ছে সাধারণ মানুষের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ৩১ দিন হয়ে গেল, অভয়ার বিচার হয় নি। তাই জুনিয়ার ডাক্তাররা সবাই নিজের অবস্থানে অনড়। তাদের একটাই দাবি আর জি করের ঘটনার তদন্ত চাই। চলছে প্রতিবাদ মিছিল । সাধারণ মানুষের হয়রানি আগের থেকে অনেকটা কমলেও সমস্যা থেকেই যাচ্ছে। জুনিয়র ডাক্তারদের সাথে সাথে যুক্ত হয়েছেন হাসপাতালের স্টাফ এবং কর্মচারীরা। এদিকে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক এলাকা থেকে এক বিশাল মোমবাতি মিছিল বের হয়। তাতে যুক্ত ছিলেন সমস্ত ধরনের সাধারণ মানুষ।

এদিন মোমবাতি মিছিলে একটাই দাবি জানানো হয় যত দ্রুত সম্ভব এই ঘটনার তদন্ত শুরু হোক। আমাদের কাছে এই ঘটনায় চরম নিন্দনীয় ঘটনা। শিলিগুড়ি জলপাইগুড়ি পাশাপাশি শহরের মাটিতে সমান তালে চলছে আর জি কর ঘটনার রেশ। সমানতালে প্রতিবাদ করছে দুটি শহরের মানুষ। শিলিগুড়িতে গত এক মাস ধরে প্রতিবাদ করে চলেছেন সব ধরনের মানুষ। এটা দেখা যায়নি অন্য কোন শহর, একমাত্র কলকাতাকে বাদ দিয়ে । সরকার কি সিদ্ধান্ত নেবেন , এটা পরের বিষয় তবে আমাদের প্রতিবাদ ছাড়া অন্য উপায় নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *