ক্রমশ নতুনভাবে সেজে উঠছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন
নিজস্ব সংবাদদাতা : নতুন ভাবে সেজে উঠেছে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন । সবকিছু ঠিকঠাক চললে আগামী ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে নিউ জলপাইগুড়ি স্টেশনের কাজ। এখন তিনটে প্ল্যাটফর্ম আছে। যেটা নটা হয়ে যাবে। থাকবে সব আধুনিক সুযোগ সুবিধা। ট্রেন ছাড়ার আগে যাত্রীরা ইচ্ছে করলে সিনেমা দেখতে পারবেন। কাজ এখনো মাঝামাঝি পর্যায়ে চলছে। তবে মনে করা হচ্ছে আধুনিকীকরণের কাজ হতে আরো বেশ কিছু সময় লাগবে।

এদিকে রেল জানিয়েছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হল যাত্রী সুরক্ষা ব্যবস্থা তৈরি করা, যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ বোধ করেন । এমনকি এনজিপি স্টেশন যাতে ভারতবর্ষের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ স্টেশনে পরিণত হতে পারে সেটা দেখবার দায়িত্ব নিয়েছে রেল। স্টেশনে ক্যান্টিন এবং থাকা খাওয়ার ব্যবস্থা যাতে ঠিক পর্যায়ে যায় সেটাও দেখছে রেল। সব মিলি এনজিপি স্টেশনের নবীকরণের কাজ শুরু হয়েছে বলতে পারা যায়, তবে সময় কিছুটা লাগবে। পূর্ব রেলে অন্যতম শ্রেষ্ঠ স্টেশনে পরিণত হবে এই নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন, এই দাবি করছেন অনেকেই।