ক্রমশ ভীড় উপচে পড়েছে বাজারে, পুজোর জন্য শেষ বাজারে রেকর্ড ভীড় শিলিগুড়িতে
শিলিগুড়ি : প্রথম দিকে একেবারে ভীড় না হলেও পরে অনেকটা ভিড় বাড়লো লক্ষ্মী পূজার বাজারে। একই অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে বাজারে ভীড় প্রথম থেকে অনেকটাই কম ছিল শেষের কদিন ছাড়া একেবারে ভিড় হয়নি বললেই চলে। লক্ষ্মী পূজার মুল বাজার হলো ফল, এবার ফলের বাজার ছিল পির্তির দিকে। কিছুটা হলেও এক মাসে সব পূজা পড়ে যাওয়ার কারণে চাপ বেড়েছে সাধারণ মানুষের উপর। তবে মাঝামাঝিতে লক্ষ্য পূজা পড়ায় একটু হলেও দুশ্চিন্তা মুক্ত হয়েছেন সাধারণ মানুষ। শিলিগুড়ি সবকটি প্রধান বাজারের লক্ষ্মী পুজোর ভিড় একেবারেই পড়তির দিকে। একেবারেই উদ্দেশ্য ছাড়া কেউ আসেননি বাজার করতে। তবে কাল সন্ধ্যায় ভিড় অনেকটাই বেড়েছিল । মহিলারা বেরিয়েছিলেন বাজার করতে স্বাধীনভাবে।
এদিকে লক্ষ্মী পূজার বাজারে যে জিনিসগুলোর দাম সবচাইতে বেশি, সেই জিনিসগুলো পুজোতে সবথেকে বেশি লাগে মানুষের। লক্ষ্মী পূজার বাজার নিয়ে মানুষের যে চিন্তা ভাবনা এবং পরিকল্পনা থাকে, এবারে অস্বাভাবিক কারনে লক্ষ্মী পূজার বাজার অনেকটা পড়তির দিকে। এবারে বাজারে আখের বিক্রি সবচাইতে বেশি হয়েছে। অন্যান্য ফলের বিক্রি শেষ কয়েকদিনে কিছুটা বাড়লেও, দামের কারণে অনেকেই সাহস করতে পারেননি। তবে আজ সকালে কিছুটা বাজার উঠবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।