ক্রিকেট খেলায় মেতে উঠলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : পাঁশিলিগুড়ির পাঁচকল একতা সংঘের পরিচালনায় পাঁচকলগুড়ি মাঠে শুভ সূচনা হল ১৬তম বর্ষ পিইএস কাপ শর্ট ক্রিকেট প্রতিযোগিতার। এদিন ব্যাটিং করে এই প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। তিনি এদিন নিজে ব্যাটিং করে এই প্রতিযোগিতর উদ্বোধন করেন। উদ্বোধন করে এদিন তিনি জানান ক্রিকেট প্রতিযোগিতা একটা আলাদা জায়গা রাখে এমনটাই আমি মনে করি এবং পছন্দ করি। এই ক্রিকেট প্রতিযোগিতাকে আরও বড় করে তৈরি করে রাখা উচিত। তাহলে জনপ্রিয়তা আরো বাড়বে দিনের পর দিন। প্রতিযোগিতার সকল প্রতিযোগী দলকে আমার শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। দর্শকদেরও অনুরোধ করি আপনারা মাঠে আসুন ক্রিকেট খেলা দেখুন।


