ক্রিকেট ভক্ত ও অনুরাগহীরাই আমার আসল শক্তি, জানালেন ভারত অধিনায়ক বিরাট কোহলি
নিজস্ব সংবাদদাতা : গত ওয়ানডে ম্যাচে সেঞ্চুরি করার পরে এক ভক্ত মাঠে ঢুকে পায়ে পড়ে গিয়েছিল বিরাট কোহলির। যেটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছিল। সেটা নিয়ে একেবারেই বিচলিত নন বিরাট কোহলি। বরঞ্চ তিনি জানালেন ভালো লাগে। যখন এরা আমার জন্য এত ঝামেলা মাথায় নিয়ে মাঠে ঢুকে পড়ে। আসলে ওরাই তো আমাদের বড় শক্তি, ওদের কাছ থেকেই আমরা অনুপ্রেরণা পাই, এমনটাই জানালেন বিরাট কোহলি। তিনি এও জানান আমি তো ভাবতেই পারিনা ওরা আমাকে এত ভালবাসে। আমার একটা সেঞ্চুরি অথবা আমার কোন রেকর্ডের জন্য ওরা নিজেরা পকেটের টাকা খরচ করে খাওয়া দাওয়া করে। ওরা আনন্দ করে, ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করে। এর থেকে বড় আর কি হতে পারে ? এমনটাই জানালেন কিং কোহলি।


