ক্রিসমাসের দিন ছোট হয়ে বাচ্চাদের সাথে সময় কাটালেন শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা তনিমা ঘোষ
শিলিগুড়ি : সারা বছর ধরেই মানুষের জন্য কিছু না কিছু করেন তিনি। চাকরিরতা হয়েও , নিজের ব্যস্ত সময়ের অনেকটা তিনি দিয়ে দেন এই পৃথিবীতে থাকা অসহায় এবং দুস্থদের জন্য। তনিমা ঘোষ জানান ২৫ শে ডিসেম্বরের ব্যাপারটা আমি অনেক আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম। তিনি এও বলেন এই দুস্থ শিশুগুলো সারা বছর ধরে কতখানি আনন্দ পায় আমি জানিনা, তবে আমি যদি একটা দিন ওদের আনন্দ দিতে পারি তবে আমি নিজেকে ধন্য বলে মনে করব।
এদিন তিনি আরো জানান আমি অনেক আগে থেকেই, এই চিন্তা করে রেখেছিলাম , সেটার বাস্তবায়ন করতে পেরে নিজেকে আনন্দিত এবং ধন্য বলে মনে করছি। এদিন আঁকা প্রতিযোগিতা থেকে খাওয়া-দাওয়া, সমস্ত ধরনের বিনোদন এর আয়োজন ছিল। পঁচিশে ডিসেম্বর আমাদের সবার জন্য একটা আনন্দের দিন, এই আনন্দের দিনে আমি যদি ওদের একটু হাসিমুখ দেখাতে পারি তবে এর থেকে সুখের আর কি আছে? সবাইকে উৎসাহ দিলাম আজকের দিনটিতে। মনের জোর পেয়ে অনেকেই এই দিনটিতে অনেক দূর এগিয়ে যায়, আমি সেই চেষ্টাটাই করলাম বললেন তনিমা ঘোষ , একটা দিন নয় সারা বছরই আমি কিছু না কিছু করে থাকি। আর আজকের দিনটি তাদের মধ্যে একটা। সময় সুযোগ পেলে আমি আবার এই ধরনের কাজ করব বলেও এদিন জানালেন তনিমা ঘোষ।