খড়িবাড়িতে বেহাল অবস্থা সড়কের, চরম ক্ষোভে ফেটে পড়লো সাধারণ মানুষজন
শিলিগুড়ি : খড়িবাড়িতে এক চরম বেহাল অবস্থা সড়কের, আর যে কারণে এদিন যাত্রী বোঝাই একটি টোটো উল্টে যায়, আর যার জেরে এদিন চরম ক্ষোভে ফেটে পড়ে এলাকার বহু সাধারণ মানুষজন।এদিকে এদিন তারা খরিবাড়ি সড়ক আটকে রেখেএক তুমুল বিক্ষোভও দেখান এলাকায়।এমনকি এদিন বিডিও না আসলে ছাড়বেনা বলেও হুমকি দেয় এলাকার সাধারন মানুষ। অবশেষে ঘটনাস্থলে আসে খড়িবারি থানার পুলিশ বাহিনী।
