খড়িবাড়িতে ব্রাউন সুগার সমেত গ্রেফতার হল এক যুবক
নিজস্ব সংবাদদাতা: খড়ি বাড়িতে শীতের রাতে অন্ধকারে ব্রাউন সুগার পাচার করতে গিয়ে গ্রেফতার হল এক যুবক। তার বাড়ি মালদায়। জানা গেছে শিলিগুড়ির প্রধান নগরে সে থাকতো বাড়ি ভাড়া করে। তার নাম অজয় সাউ। তার সাথে আরো কেউ যুক্ত আছেন নাকি সেটা খতিয়ে দেখতে অবশেষে তদন্তে নামে পুলিশ। আরও জানা গেছে রাতের অন্ধকারে অভিযুক্ত যুবক ফুলবাড়ী নেপাল সীমান্তে আসতো। এখান থেকেই সে তার কারবার চালাত। কিছু এলাকায় আবার টাকার নোট দেখিয়ে সে বহু যুবকদের আকৃষ্ট করতো। এর আগে বিভিন্ন রকমের অপরাধমূলক কাজের সাথেও সে যুক্ত ছিল।
