খনির বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো গ্রাম, ফাটল ধরলো একধিক বাড়িতে ! জোরদার আন্দোলনে নামলো জমিহারারা
বেস্ট কলকাতা নিউজ : পরিবার পিছু একজনের চাকরি ও যথাযথ পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামলেন বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ট্রান্স দামোদর কয়লাখনিতে জমিহারা চুনপোড়া গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের জমিহারা প্রায় ৮০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মহিলারা ট্রান্স দামোদর কয়লাখনির মূল গেটে বসে বিক্ষোভ শুরু করেন। অবিলম্বে দাবিপূরণ না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। বর্তমানে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ট্রান্স দামোদর খোলামুখ কয়লাখনির সম্প্রসারণের কাজ চলছে। ২০০৯ সালে অধিগৃহীত জমিতে কয়লাখনির এলাকা বাড়তে বাড়তে এখন তা কার্যত চলে এসেছে পার্শ্ববর্তী চুনপোড়া গ্রামের কাছে। খনি থেকে বর্তমানে গ্রামের দূরত্ব একশো মিটারও নেই।

এই অবস্থায় মাঝেমধ্যেই খনির বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে গ্রাম। ফাটল ধরছে গ্রামের ঘরবাড়িতে। ওই গ্রাম অধিগ্রহণের জন্য ইতিমধ্যেই পদক্ষেপ করেছে খনি কর্তৃপক্ষ। সেক্ষেত্রে গ্রামের ৮০ টি পরিবারকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মাঝে গ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্থ পরিবারপিছু একজনের চাকরি ও যথাযথ পুনর্বাসনের দাবিতে আন্দোলনে নামলেন চুনপোড়া গ্রামের বাসিন্দারা। অবিলম্বে দাবিপূরণের দাবিতে কয়লাখনির মেইন গেটে বসে বিক্ষোভ দেখান ওই গ্রামের মহিলারা। দাবিপূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরতে নারাজ তাঁরা।